বাংলাদেশে প্রচলিত একটা কথা এই লাইনে খুব বেশী চলে আর তা হলো সাদা পাসপোর্টে ভিসা দেয়া হয়না। এর মানে হলো, আপনার পাসপোর্টে যদি আগের কোন দেশের ভিসা না থাকে তবে আপনি ভিসা পাবেননা। পৃথিবীর কোন এ্যামবাসিতে এমন কোন নিয়ম প্রচলিত নেই যে আপনার পাসপোর্টে কোন ভিসা নেই তাই আপনাকে ভিসা দেবেনা। আমি যখন প্রথম আমেরিকা যাই টুরিস্ট ভিসায় তখন আমার পাসপোর্টে কেবল ইন্ডিয়া ভিজিট ছিল। তাও না থাকার মতো কারন আমি বেনাপোল বর্ডার দিয়ে গিয়েছিলাম। এয়ার ট্রাভেল ছিলনা। আমাকে ভিসা দেয়া হয়েছিল। সময়টা যদিও বেশ আগে। তখনও ভিসা কড়াকড়ি ছিল এবং ইন্টারভিউ ছিল ইংরেজীতে। আসলে ভিসা ডিপেন্ড করে আপনার সঠিক ইন্টারভিউ এর ওপর। আপনার কথা যদি ঠিক না থাকে এবং আপনাকে দেখতে যদি একজন পোটেনশিয়াল ইমিগ্রেন্ট এর মতো মনে হয় তবে আমি নিজেও হলে আপনাকে ভিসা দিতামনা। আপনার দাঁড়ানোর ভঙ্গি, কথা বলার স্টাইল, ইংরেজী বাচনভঙ্গি, উত্তরের যৌক্তিকতা, পেপারের শক্তি যদি সঠিক না হয় কেন আমেরিকা দেবে ভিসা?
সে যাই হোক, সাদা পাসপোর্টেও ভিসা পাওয়া সম্ভব এটাই বলছিলাম। আমাদের অভিজ্ঞতা বলে প্রায় শ খানেক পাসপোর্ট আমরা দেখেছি যাদের পাসপোরে্ট কোন ভিসা ছিলনা অথচ আমেরিকা ও ইউরোপের ভিসা লেগেছে। আমার কথায় সাধারন কাস্টমার তো দুরের কথা, ভিসা এজেন্টরাই চমকে উঠবেন। চমকে ওঠাটাই স্বাভাবিক। কারন বেশীরভাগ এজেন্টেরই বিদ্যা বুদ্ধি এতোটাই নিম্নস্তরের যে তারা টাকা কামাবার ধান্ধায় মানুষের পকেট মারার জন্যই ঢাকা শহরে এসে উঠেছে। তারা জানেও না একটা এ্যামবাসি বা কনসুলেট ভিসা দেবার আগে কি কি জিনিষ চেক করে থাকে।
সে যাই হোক একটা কথা ঠিক যে সাদা পাসপোর্টেও আপনার ভিসা হবে এবং এখনও রেগুলার হচ্ছে। আপনাকে কেবল একজন ভালো এজেন্ট ধরতে হবে এবং নিজেকেও প্রতিমূহুর্তে যোগ্য বলে ভাবতে হবে। নিজের মনের ইনফিরিওরিটি কমপ্লেক্স আপনাকে খারাপ অবস্থানে নিয়ে যাবে।
সে যাই হোক, সাদা পাসপোর্টেও ভিসা পাওয়া সম্ভব এটাই বলছিলাম। আমাদের অভিজ্ঞতা বলে প্রায় শ খানেক পাসপোর্ট আমরা দেখেছি যাদের পাসপোরে্ট কোন ভিসা ছিলনা অথচ আমেরিকা ও ইউরোপের ভিসা লেগেছে। আমার কথায় সাধারন কাস্টমার তো দুরের কথা, ভিসা এজেন্টরাই চমকে উঠবেন। চমকে ওঠাটাই স্বাভাবিক। কারন বেশীরভাগ এজেন্টেরই বিদ্যা বুদ্ধি এতোটাই নিম্নস্তরের যে তারা টাকা কামাবার ধান্ধায় মানুষের পকেট মারার জন্যই ঢাকা শহরে এসে উঠেছে। তারা জানেও না একটা এ্যামবাসি বা কনসুলেট ভিসা দেবার আগে কি কি জিনিষ চেক করে থাকে।
সে যাই হোক একটা কথা ঠিক যে সাদা পাসপোর্টেও আপনার ভিসা হবে এবং এখনও রেগুলার হচ্ছে। আপনাকে কেবল একজন ভালো এজেন্ট ধরতে হবে এবং নিজেকেও প্রতিমূহুর্তে যোগ্য বলে ভাবতে হবে। নিজের মনের ইনফিরিওরিটি কমপ্লেক্স আপনাকে খারাপ অবস্থানে নিয়ে যাবে।
আমার সাদা পাসপোর্টে মালয়েশিয়ার ভিসা করে দিবেন,কত টাকা লাগবে,
ReplyDelete