মাল্টা বেশ ছোট একটা দেশ অথচ তার কতো নাম । আপনি শুনলে আশ্চর্য হবেন যে মাল্টা আমাদের ঢাকা শহর থেকে কিছুটা বড়ো একটি দেশ । আয়তন ৩১৬ বর্গ কিলোমিটার মাত্র । অথচ এই দেশে যাবার জন্য হন্যে হয়ে থাকে শত শত মানুষ । কেন? কারন হলো এই দ্বীপরাষ্ট ইউরোপে অবস্থিত এবং ইটালীর পাশের একটি দেশ যেখান থেকে খুব সহজেই ইটালী ঢুকতে পারবেন আপনি । এই দেশে বহু লোক চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে। করোনা ভাইরাসের পর আবারও খুলতে যাচ্ছে মাল্টার ভিসা। অগাস্টের ৩ তারিখের পর আবার খুলে যাচ্ছে এই দেশের জব ভিসা। তাদের মন্ত্রীসভায় বিষয়টি পাশ হয়ে গেছে। এর আগে সিদ্ধান্ত ছিল যে তৃতীয় বিশ্বের দেশ থেকে ননস্কিলড ওয়ার্কার সেদেশে যেতে পারবেনা। বর্তমানে এই ব্যানটি উঠিয়ে নেয়া হয়েছে। তাই ঈদের পর থেকে আবারও শুরু হবে মাল্টার কাজ। যারা মাল্টায় যেতে ইচ্ছুক তারা আমাদের ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করুন। আমরা আপনাকে বাংলাদেশের যে কোন অঞ্চলের সবচেয়ে যোগ্য ভিসা এজেন্ট পেতে সহায়তা দেবো কোন লাভ ছাড়াই। তবে আমাদের প্রাথমিক শর্ত হলো আপনাকে আমাদের মেম্বার হতে হবে। মেম্বার হলে আপনার ভিসা প্রসেসিং এ আমরা যাবতীয় সহায়তা দেব। কিভাবে মেম্বার হবেন এ সম্পর্কে উপরে লেখা দেখতে পাবেন। মাল্টার যাবতীয় তথ্য ফেসবুক পেজে দেয়া হবে। আমাদের ফেসবুক পেজের ঠিকানা https://www.facebook.com/visamarketplace/
Follow us
Newsletter
আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।
আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।
গত সেমিস্টারের কানাডা ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের গ্রীস জব ভিসা -৩

জার্মানীর ভিসা


0 Reviews:
Post a Comment