কিছুদিন পূর্বে আমাদের ব্লগ সাইটেই আমরা লিখেছিলাম পোল্যান্ডে ভিসা বন্ধ রয়েছে। কিছুদিন বন্ধ থাকার পর খুবই ক্ষুদ্র পরিসীমার মধ্যে ভিসা সেবা চালু হয়েছে দিল্লীস্থ পেল্যান্ড কনসুলেটে। হঠাৎ ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারনে আমাদের বহু প্রার্থীই পোল্যান্ডে আটকা পড়ে যান, যারা পাসপোর্ট না থাকার কারনে দেশে আসতে পারছিলেন না। ভিসা২৪বিডি এর পক্ষ থেকে একদল প্রতিনিধি দিল্লীর শান্তিপথ চানক্যপুরী এলাকায় অবস্থিত পোল্যান্ড এ্যামবাসিতে যোগাযোগ করেন। কিন্তু তারা কিছু জানাতে ব্যর্থ হন। পরবর্তীতে ভারতের কিছু বড় বড় এজেন্সির সহায়তায় প্রতিনিধিদল আবারও বিষয়টি নিয়ে বসলে পোল্যান্ডের কিছু সুত্র নিশ্চয়তা দেয় যে খুব শিগ্রী বিষয়টি নিস্পত্তি করা হবে। গত শনিবার থেকে পুনরায় কার্যক্রম শুরু হলে বাংলাদেশীদের ভিসা লাগানো পাসপোর্ট ফিরিয়ে দেয়া হয়।
পোল্যন্ডে ভিসা কার্যক্রম চালু হওয়াতে আমরা আবারও পোল্যান্ডের জব ভিসা নিয়ে কাজ শুরু করেছি। এবং নতুন কিছু সুত্রানুসন্ধানের পর আরও জোরদারভাবে এবং খুবই অল্প সময়ের ভেতর ভিসা পাওয়ার জন্য আশ্বাস পেয়েছি। সেই আশ্বাসের ভিত্তিতে নতুন যে অফারটি পোল্যান্ডের জন্য শুরু করেছি তা নিম্নরূপঃ
তথ্য ও সহযোগিতায়ঃ ভিসা২৪বিডিডটকম
কাজঃ ফ্যাক্টরি জব, যে কোন ধরনের
বেতনঃ বাংলাদেশী টাকায় ৬০ হাজার টাকা।
কাজের সময়ঃ ৯-৫টা।
সাপ্তাহিক বন্ধঃ রবিবার।
ওভারটাইমঃ কাজের সময়ের বাইরে।
থাকা ও খাওয়াঃ কোম্পানীর/ অনেকক্ষেত্রে থাকা কোম্পানী খাওয়া নিজের।
প্রসেসিং সময়ঃ মাত্র ২ মাস।
টোটাল পেমেন্ট আফটার ভিসাঃ ১১ লাখ। ভিসা ক্লাব মেম্বারদের জন্য ১০ লাখ ৮০ হাজার টাকা।
শর্তসমূহঃ এজেন্টের সাথে একটি ব্যাংকে যৌথ এ্যাকাউন্ট করতে হবে এবং সেখানে তিন লক্ষ টাকা রেখে প্রসেসিং শুরু করতে হবে। টাকা রাখার পর ৩০০ টাকার এগ্রিমেন্ট হবে।প্রার্থীকে নিজের খরচে দিল্লী যাওয়া আসা করতে হবে ও ন্যুনতম ৩ - ৫ দিন থাকতে হবে।
ভিসা না হলে ৩ লক্ষ টাকার পুরোটাই ফেরৎ পাবে প্রার্থী। দেশে ফেরৎ আসার পর ভিসা না হলে চেক দিয়ে পুরো টাকাটাই তুলে নেবে। আর ভিসা হলে বাকি টাকা এজেন্টের হাতে প্রদান করবে এবং যৌথ এ্যাকাউন্টের চেকে সাক্ষর করে দেবে।
যোগাযোগ করুনঃ ভিসা২৪বিডিডটকম 01772369451
অথবা নিচের বাটন টিপে www.visa24bd.com এ আবেদন করুন সরাসরি। তবে নিরাপত্তার জন্য ভিসা ক্লাবের সদস্য হতে ভুলবেন না।
0 Reviews:
Post a Comment