FOR COMMON MEMBERS ☺
ভাবছেন আমরা আপনাকে কিভাবে সাহায্য করবো? আমরা নিজেরা কোন এজেন্ট নইতো? না আমরা কোন ভিসার এজেন্ট নই। আমরা নিজেরা কোন ভিসার কাজ করিনা এবং ভিসার কাজের সাথে জড়িত নই। এই ব্লগ আমাদের তিনজনের উদ্যোগের ফসল।আমরা চেয়েছি যেন সাধারন মানুষ খুব সহজে কোন প্রকার ঝামেলা ছাড়াই যে কোন দেশের ভিসা পেতে পারে। একজন মানুষ বিদেশ যেতে চাচ্ছে, আরেকজন বিদেশে পাঠাতে চাচ্ছে-ঝামেলা তাহলে কোথায়? কেন ঝামেলা হবে? যে বিদেশ যাবে, ভিসা হলে যেমন তার লাভ তেমনি যে পাঠাচ্ছে তারও লাভ। তাহলে প্রতিনিয়ত কেন শুনি এজেন্ট টাকা মেরেছে? কেন শুনি ভিসা হবার পর ক্লায়েন্ট বিদেশ যেতে চাচ্ছেনা?
এই বিষয়গুলো নিয়ে আমরা তিনজন বসলাম। আমাদের আলোচনা চললো দীর্ঘ তিন ঘন্টা।এবং সেদিনের পরই প্রথমবারের মতো আত্মপ্রকাশ করলো visasforyou ব্লগসাইট। ইচ্ছা ছিল পৃথিবীর প্রতিটা দেশে কিভাবে ভিসা প্রসেসিং করতে হয় তার ডিটেলস লেখা থাকবে এই ব্লগে যা’তে একজন পাঠক ইচ্ছা করলে কারো সাহায্য না নিয়েই নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারে। এ বিষয়ে বেশ সফলও হলাম। কিন্তু সব ধরনের ভিসার কাজ, পেপার ওয়ার্ক কিভাবে করতে হয় তার ওপর লিখতে গিয়ে দেখলাম আসলে অনেক বিষয় লেখা সম্ভব নয়। আবার নতুন করে চিন্তা হলো কিভাবে তাহলে এই বিষয়টা সমাধান করা যায়। তখনই মাথায় এলো ভেরিফায়েড এজেন্ট এর বিষয়টা। ঢাকা শহর ঘুরে ঘুরে আমরা তিনজন বিভিন্ন এজেন্সিগুলো পরিদর্শন শুরু করলাম। একটা একটা করে এজেন্সি পরিদর্শন করি, তাদের চিন্তা ভাবনাগুলো আমাদের চিন্তা ভাবনার সাথে মেলাতে শুরু করি তারপর আমাদের লিস্ট থেকে হয় তাকে বাদ দেই অথবা তাকে আমাদের লিস্টে যোগ করি। যদি মনে হয় রিস্কি এজেন্ট তবে তাকে আমাদের লিস্ট থেকে বাদ দিয়ে দেই তৎক্ষনাৎ। এভাবে আমাদের লিস্ট বাড়তে বাড়তে গিয়ে ৮৫ জনে গিয়ে ঠেকে। বর্তমানে আমাদের ভেরিফায়েড এজেন্ট ৮৫ জন। প্রথম অবস্থায় এই সংখ্যা ছিল ১৪৪ কিন্তু সাফল্যের হার, অনাবশ্যক বাকপটুতা ও নানা কারনে ১৪৪ জন থেকে নেমে ভেরিফায়েড এজেন্ট এর সংখ্যা এখন ৮৫ জন। অর্থাৎ এসব এজেন্ট ঝামেলামুক্ত ও নন রিস্কি। এরা আপনার টাকা মারবেনা এবং এদের সাথে কাজ করলে সাফল্যের সম্ভাবনা বেশী থাকবে। আপনি দেখেছেন যে, উপরে একটি FORM নামে পেজ রয়েছে। প্রথমে এটি পুরন করুন। তারপর উপরে প্রদত্ত ফোন নাম্বারে ফোন করে আমাদের নিশ্চিত করুন আপনার ফর্ম পুরনের বিষয়টি। এরপর অপেক্ষা করুন। এরপর আপনার প্রয়োজন অনুসারে আমরাই আপনার জন্য সঠিক এজেন্ট সিলেক্ট করবো। অপেক্ষা করুন আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে একটি এসএমএসের জন্য। এসএমএসটি এমন হবে: PLEASE MEET MR.ARMAN REGARDING CANADIAN VISA PROCESS. HOUSE # 133, ROAD 30, BANANI, DHAKA AT 11.30 ON 04.04.2017
এরপর আপনার উচিৎ হবে সঠিক সময়ে সঠিক দিনে উক্ত স্থানে উপস্থিত হয়ে মিঃ আরমানের সাথে দেখা করা ও ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলা ও প্রয়োজনে তাকে আপনার ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করা।
উপরের কাজ গুলো আমরা বিনা পারিশ্রমিকে আপনার জন্য করে থাকি। এজন্য আমরা আপনার কাছ থেকে কোনপ্রকার টাকা পয়সা বা সহায়তা গ্রহন করিনা। TOP MEMBER রা পারিশ্রমিকের বিনিময়ে আমাদের সহায়তা গ্রহন করতে পারেন। TOP MEMBER রা সরাসরি আমাদের সহায়তা নিয়ে ভেরিফায়েড এজেন্টের সাথে সাক্ষাত করতে পারেন। এজন্য আমরা আপনার হয়ে এজেন্টের সাথে দেখা করবো। আপনাকে সাথে নিয়ে ভিসা প্রসেসিং এর সকল কার্যক্রম দেখাশোনা করবো।ভিসা পাবার পরও বিমানের টিকিট কাটা সহ সকল দায়িত্ব আমাদের। একজন TOP MEMBER আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ন একজন গ্রাহক কেননা আমরা মনে করি পারিশ্রমিকের বিনিময়ে আমরা একজন কেয়ারটেকারের ভুমিকা পালন করছি।
TOP MEMBER হবার নিয়মাবলীঃ
* এখানে ক্লিক করুন TOP MEMBERS CLICK HERE
* ফর্ম পুরন করার পর আমাদের দেয়া ফোন নম্বরে ফোন করে বা টেক্সট করে ফর্ম পুরন করার বিষয়ে বলুন।
* আমাদের সাথে চুক্তিবদ্ধ হবার জন্য আমাদের অফিসে আসতে হবে আপনাকে এবং গাইডেন্স ফি প্রদান করতে হবে।
* আমাদের গাইডেন্স ফি ৫৫০০ টাকা।
* চুক্তিবদ্ধ হবার পরের দিন থেকে আমরা কাজ শুরু করবো আপনার জন্য।
আমাদের ফোন নাম্বার ০১৭৭২৩৬৯৪৫১
-------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
TOP MEMBER হবার নিয়মাবলীঃ
* এখানে ক্লিক করুন TOP MEMBERS CLICK HERE
* ফর্ম পুরন করার পর আমাদের দেয়া ফোন নম্বরে ফোন করে বা টেক্সট করে ফর্ম পুরন করার বিষয়ে বলুন।
* আমাদের সাথে চুক্তিবদ্ধ হবার জন্য আমাদের অফিসে আসতে হবে আপনাকে এবং গাইডেন্স ফি প্রদান করতে হবে।
* আমাদের গাইডেন্স ফি ৫৫০০ টাকা।
* চুক্তিবদ্ধ হবার পরের দিন থেকে আমরা কাজ শুরু করবো আপনার জন্য।
আমাদের ফোন নাম্বার ০১৭৭২৩৬৯৪৫১
-------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
THANKS
ReplyDeleteami ekta kajer visa chai
ReplyDelete