ভিসার আবেদনের জন্য যে কাগজপত্র গুলো লাগবে
- বৈধ পাসপোর্ট (ন্যূনতম ৬ মাসমেয়াদআছেএমন)
- পুরাতন পাসপোর্ট (যদি থাকে)
- দুই কপি ছবি, সাইজ ৩.৫×৪.৫ (ছবি বিগত ৬ মাসের ভেতর তোলা এরকম হতে ল্যাব প্রিন্ট হবে)
- জাপানে অধ্যয়ন করতে যাওয়ার কারন সমূহ বর্ণনা করে একটি কভারলেটার সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত
- জাপানের যে প্রতিষ্ঠানে পড়তে যাবেন তার Letter of Acceptance
- জাপানের বিচারমন্ত্রণালয় থেকে ইস্যুকৃত Certificate of Eligibility
- মূল একাডেমীক সার্টিফিকেট
- ভিসা প্রার্থিরআর্থিকসচ্ছলতার সনদ
সঠিক ভাবে পূরণ কৃতফর্মটিপ্রতিকার্য দিবসে সকাল ৯ টা থেকে ১১.৩০ টার মধ্যে জমা দিতে হবে।
সাক্ষাৎকারপর্ব
- দূতাবাস থেকে প্রদানকৃত রশিদে যে তারিখ উল্লেখ থাকবে সেদিন সকাল ৯:৩০ থেকে ১১:৩০ এর মধ্যে আপনার সাক্ষাৎকার নেয়া হবে।
- যদি নির্দিষ্ট দিনে আপনি কোন কারনে দূতাবাসে পৌছাতে অসমর্থ হন তবে পরবর্তী যেকোন কর্মদিবসে আপনি আসতে পারেন।
- প্রয়োজনীয় সব ডকুমেন্ট সাক্ষাৎকারের সময় জমা দিতে হবে। অন্যাথায় সাক্ষাৎকার নেয়া হবেনা।
ভিসাপ্রদান
- পরবর্তী কর্মদিবসেসাধারণভিসাপ্রদানকরাহয়।
- কোন কোন ক্ষেত্রে আপনাকে আরো কিছু কাগজপত্রসহ পুনরায় সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে।
- অ্যাম্বেসী বরাবর প্রদানকৃত ডকুমেন্ট ছাড়া অন্যসব ডকুমেন্ট আপনাকে পাসপোর্টের সাথে ফেরত দেয়া হবে।
ভিসা ফি
বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা আবেদন করতে কোন প্রকার ফি প্রয়োজন হয় না।
ভিসাসংক্রান্তপরিষেবারসময়সূচী
ভিসাআবেদনফর্মেরবন্টন
|
সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা
|
রবিবার থেকে বৃহস্পতিবার
|
ভিসা আবেদন পত্র জমা
|
সকাল ৯ টা থেকে সকাল ১১.৩০ টা
|
রবিবার থেকে বৃহস্পতিবার
|
ভিসাআবেদনকারীদেরজন্যগেটবন্ধ
|
সকাল ১১.২০
|
রবিবার থেকে বৃহস্পতিবার
|
ভিসাআবেদনকারীরসাক্ষাৎকার
|
সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা
|
সাধারণত যে দিন কাগজপত্র জমা দেওয়া হয় ঐ দিন
|
ভিসাপাসপোর্টডেলিভারি
|
দুপুর ২.৩০ থেকে বিকাল ৩.৩০
|
সাধারণত সপ্তাহের সাত দিনই, সাক্ষাৎকারের পর
|
ঠিকানা
Embassy of Japan Consular & Visa Section
Plot No. 5 & 7, Dutabash Road, Baridhara, Dhaka
Phone: (02)-984-0010
Fax: (02)-984-1591
0 Reviews:
Post a Comment